মাধবপুর প্রতিনিধি:: এবার আরএফএল ‘টেল প্লাস্টিক’ বিক্রয়ে ব্রাহ্মনবাড়িয়া জোনে শীর্ষ স্থান দখল করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের বাংলা ট্রেডার্সারে সত্বাধীকারী এএসএম মোক্তাদির এমদাদ।
রবিবার (১৭ জানুয়ারী) বিকালে নোয়াপাড়া এমআর টাওয়ারে কেক কেটে সেলিব্রেশন করেন আরএফএল (টেল প্লাস্টিক) এর কর্মকর্তারা।
এ সময় উপস্তিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক সৈয়দ মো. সোহেল, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল লিটন, বিএনপি নেতা আব্দুর রউফ, টেল প্লাস্টিকের জোনাল ম্যানাজার রেজাউল ইসলাম, উইনার প্রোগ্রামের জোনাল ম্যানাজার এসএম আরিফ, প্রাইড গ্রুপের আশ্ররাফুল ইসলাম প্রমূখ।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/জানুয়ারী১৭,২০২১