1. sylhetbbc24@gmail.com : admin : Web Developer
 2. marufmunna29@gmail.com : admin1 : maruf khan munna
 3. faisalyounus1990@gmail.com : Abu Faisal Mohammad Younus : Abu Faisal Mohammad Younus
সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন

আজ সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

 • সিলেট বিবিসি ২৪ ডট কম : ডিসেম্বর, ২৬, ২০২০, ৫:০৫ am

 • আজ শনিবার (২৬ ডিসেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর সিলেট কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  বিক্রয় ও বিতরণ বিভাগ-২এর বোরহান উদ্দিন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিউবি, সিলেট।

  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা, নয়াবস্তি, উপশহর ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-এইচ, ব্লক-জি, ব্লক-ডি, ব্লক-সি, স্প্রীং টাওয়ার ও আশপাশের এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

  গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

  সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/ডিসেম্বর

   

  facebook comments
  © All rights reserved © 2020 sylhetbbc24.com
  পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ