সিলেটবিবিসি ডেস্ক :: গত কয়েক বছর ধরে দুই ঈদে ভীষণ আলোচনায় থাকেন ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় বিশেষ এই উপলক্ষে প্রচার হয় একক সংগীতানুষ্ঠান।
রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় প্রচার হবে এবারের আয়োজন, যার শিরোনাম ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’। অনুষ্ঠানে মাহফুজুর রহমান পরিবেশন করছেন ১০টি গান। কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ ও কণ্ঠশিল্পী নিজেই। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
গানের শিরোনাম হলো— উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন চাই।
২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় মাহফুজুর রহমানের গান নিয়ে ‘হৃদয় ছুঁয়ে যায়’। সে ধারাবাহিকতায় প্রচার হওয়া অন্য অনুষ্ঠানগুলো হলো— প্রিয়ারে, স্মৃতির আল্পনা আঁকি, মনে পড়ে তোমায়, বলোনা তুমি কার, মন থেকে রইলো শুভ কামনা, একই তো আকাশ দেখি এবং হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়।
সিলেটবিবিসি/রাকিব