সিলেটের ফেঞ্চুগঞ্জ পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ও দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের আশেপাশের এলাকায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মাহমুদুল হাসান।
তিনি বলেন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের পুরাতন লাইন পরিবর্তন করে নতুন লাইন লাগানোর কাজ চলছে। এজন্য আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১০,২০২০