নিজস্ব প্রতিবেদক :: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আ ফ ম কামালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৩ জুলাই রাত দশটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের পক্ষ থেকে খতমে কুরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে, করোনা পরিস্থিতির কারণে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোনো শোকসভা বা বড় আয়োজন করা হবে না বলে জানা গেছে।
আ ফ ম কামালের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ছেলে মুর্শেদ কামাল নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
১৯৮৪ ও ১৯৮৯ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট আ ফ ম কামাল। ওই মেয়াদকালে তিনি দক্ষতার সঙ্গে সিলেটের মানুষের সেবা করেন। এরপর থেকে তিনি সিলেট ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট নগরীর উন্নয়নের একজন পরামর্শক ছিলেন তিনি। সিলেট শহরের বাসিন্দাদের কাছে তিনি গণমানুষের অকৃত্রিম বন্ধু, সৎ ও নিষ্ঠাবান ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। মত্যুকালে কামাল স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান।
sylhetbbc 24/13th july 2020/mkm