রুজেল আহমেদ,আজমিরীগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ৪ নং কাকাইলছেও ইউনিয়নের দুই(রাহেলা ও কামালপুর) ওয়ার্ডের ৬৫ পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ত্রাণ দিলেন নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নে সীমান্তে অবস্তিত রাহেলা ও কামালপুর ওয়ার্ডে পানিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়।
শুকনো প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ লি. সয়াবিন তেল, ৫০০ গ্রাম নুডুলস ও ১ কেজি ডালসহ ১০ টি আইটেম।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীসহ ইউপি সদস্যবৃন্দ।
বিতরণ শেষে মতিউর রহমান খাঁন উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য দোয়া করার জন্য এবং দূর্যোগকালীন সময়ে সচেতন থাকার পরামর্শ দেন।
সিলেটবিবিসি/১১ আগস্ট ২০/রাকিব