রুজেল আহমেদ, আজমিরীগঞ্জ থেকে:: হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা,বিরাট ও জলসুখা তিন ইউনিয়নের হাওড়ে প্রশাসনের হস্তক্ষেপে অতিথি ও পরিযায়ী পাখি ধরার সরঞ্জামসহ ২৬ টি বকপাখি উদ্ধার করা হয়।এবং উদ্ধারকৃত পাখি উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে আকাশে অবমুক্ত করেন নির্বাহী অফিসার মতিউর রহমান খানঁ ও ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।
আজ বুধবার ( ১১ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খানঁ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে নির্বাহী কর্মকর্তার উপস্তিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। পরে তাদের শিকার করা ২৬ টি বকপাখি এবং পাখিধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রকাশ্যে ধ্বংস ও অতিথি পাখি আকাশে অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, বন্যপ্রাণী রক্ষায় উপজেলার সর্বত্রই প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/নভেম্বর ১১,২০২০