সংবাদদাতা,আজমিরীগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বঙ্গবন্ধু’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ) বিকাল ৩ টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে জাতীয় শোক সভার প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মুমিনুর রহমান সজীব ও যুগ্ম আআহ্বায়ক তোফায়েল আহমেদের যৌথ পরিচালনায় উক্ত সভার প্রস্ততিমূলক কার্যক্রম শুরু হয়।
এ সময় বক্তব্য রাখেন সভাপতি বাবলু রায়, যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব ও তোফায়েল আহমেদসহ পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন, পৌরসভা, এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক সহ দলীয় নেতৃবৃৃন্দ।
সকলের বক্তব্যে ফুটে ওঠে একটি-ই ধ্বনি, সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠ সাবলীল ভাবে শোক দিবস পালন করা। স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ৷
সিলেটবিবিসি/১১ আগস্ট ২০/রাকিব