রুজেল আহমেদ, আজমিরীগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪ নং কাকাইলছেও ইউনিয়ন বাজারে ভোক্তা সংরক্ষণ আইনে শিশু খাদ্যসহ অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি করার দায়ে ৫ ব্যবসায়ীকে ১৪,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কাকাইলছেও বাজারে দীর্ঘদিন যাবত প্রভাবশালীদের দ্বারা ব্যবহৃত সরকারি শেড দখলমুক্ত করা হয় এবং শিশু খাদ্যসহ অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জড়িমানা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে আল আমিন (৩৬) কে ৩ হাজার টাকা, শাহজাহান মিয়া(৫২)কে পাচ হাজার টাকা , মকুল রায়(৩৫)কে দু’হাজার টাকা সুবল তালুকদার (৩০) কে দু’হাজার টাকা এবং পলাশ দাস(২২)কে দু’হাজার টাকা টাকা নগদ অর্থদন্ড প্রদান করেন
আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার সকলকে সচেতন থাকতে এবং জনস্বার্থে তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সিলেটবিবিসি/২৫ আগস্ট২০/রাকিব