রুজেল আহমেদ, আজমিরীগঞ্জ:: হবিগঞ্জের আজমিরীগঞ্জে শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশ্যে বিএনপি-জামায়াত সরকার পরিচালিত ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে আজমিরীগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের উদ্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রেখে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(২১ আগস্ট) জুম্মার নামাযের পর স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের দ্বারা সদর বাজারে ভাইস চেয়ারম্যানে সজীবের ব্যক্তিগত কার্যালয়ে উক্ত দোয়ার মাহফিলের আয়োজন করেন।
এসময় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হওয়া সকলের প্রতি এবং শেখ পরিবারের প্রতি দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট অর্থাৎ ১৬ বছর আগে এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।সৌভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও সেখানে সেই হামলায় নিহত হন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী।আহত হন শতশত কর্মী।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।