প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন ৪৮ বছরের এক মহিলা ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় এ ঘটনাটি ঘটে।
স্হানীয় সুত্রে জানাযায়, উপজেলার ১ নং বিরাট সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউ পি সদস্য কদর আলীর চাচা আসাম পাড়া( মোকাম হাটী)নিবাসী মোজাফ্ফর মিয়ার স্ত্রী নুরুন নেছা(৪৮) স্বামী সন্তানের সাথে পারিবারিক কলহের জের ধরে ২৮ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে,বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে নুরুন নেছাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরুন নেছাকে মৃত ঘোষনা করেন ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে নুরুন নেছার লাশ থানায় না নিয়ে অজ্ঞাত কারনে লাশ বাড়িতে নিয়ে যান তার পরিবারের লোকজন৷
পরে বিষয়টি জানাজানি হলে থানায় রাত আনুমানিক ১২ টায় বিষয়টি অবগত করেন নুরুন নেছার স্বামী মোজাফ্ফর মিয়া ।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, বিষয়টি আমরা রাতে জানতে পেরেছি , লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
সিলেটবিবিসি/রাকিব