নিজেস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার মাধু (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মোহনা আক্তার মাধু পৌরসভার শরীফ নগর (নতুন বাড়ী)র জুবায়ের হেসেন জুবু মিয়ার মেয়ে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, জুবু মিয়ার মেয়ে শরীফ নগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার মাধু শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টান দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এসময় মাধু পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরে মাধুর পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুরের ঘাটে মাধুর গোসলের মগ, সাবান দেখতে পেয়ে পুকুরে নেমে মাধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধুকে মৃত ঘোষণা করেন ৷
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ২৪,২০২০