প্রতিনিধি,হবিগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭আগস্ট) সকাল ৭ টায় ৪ নং কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায় , রাহেলা গ্রামের হাসান আলীর ছেলে জসীম উদ্দিন (২৫) এর সাথে বেশ কয়েকদিন যাবত তার চাচা আরজ মিয়া (৬৫) এর সাথে বিরোধ চলে আসছিলো । গত ৬ আগষ্ট বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে তার চাচা আরজ মিয়ার সাথে বাক বিতন্ডা হয় জসিম উদ্দিনের ।
রাতের ঘটনা কে কেন্দ্র করে সকাল বেলায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে । সংঘর্ষ উভয় পরিবারের মহিলা শিশু সহ ১০ জন আহত হন। আহতরা হলেন শাহাজুল ইসলাম(১৫), ফজল আলী(৩৫), রুপ মিয়া(৬০),দ্বীন ইসলাম (৩৪), নাসিমা (৮), হোসবাহার বেগম(৫০),খুরসেদ মিয়া (৪৫), ও আশরাফুল (১৬)। পরে স্হানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসে ৷
এ বিষয়ে, রাহেলা গ্রামের ইউ পি সদস্য শেরআলী মিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে উভয় পরিবারের মাঝে এই সংঘর্ষ হয়েছে আহতরা চিকিৎসাধীন রয়েছে । স্হানীয় মুরব্বীরা সহ আমরা বিষয়টি মিমাংসার উদ্যোগ নিচ্ছি ।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন এ ব্যপারে কোন অভিযোগ থানায় আসেনি তবে শুনেছি বিষয়টি স্হানীয় মুরব্বীরা মিমাংসার উদ্যোগ নিয়েছেন ৷
সিলেটবিবিসি/ ৭ আগস্ট ২০/রাকিব