নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা মন্ডলির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক পিপি প্রবীণ নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছর অসুস্থ। মঙ্গলবার (৩০জুন) রাতে তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দ আবু নছরের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন থেকে শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। গত কয়েকদিন আগে তিনি বাসায় পড়ে গিয়ে মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরপর থেকে তিনি আবারও অসুস্থ হয়ে গেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানান পরিবারের সদস্যরা।
এদিকে, সৈয়দ আবু নছরের সুস্থতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তার স্ত্রী মিসেস নছর।
sylhetbbc24/০১ জুলাই ২০২০/এএ