সিলেটবিবিসি ডেস্ক:: বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকায় লঞ্চটি ডুবে যায়।
স্থানীয়রা জানান, ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।
জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ আভ্যান্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
সৌজন্যে : পূর্বপশ্চিমবিডি
sylhetbbc/২৯জুন২০২০/জেড আকাশ