যাকে দিয়ে রূপালি পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল ও যিনি এই স্পাই থ্রিলারের সাতটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, সেই শন কনেরি আর নেই।
ওয়েস্ট ইন্ডিজের বাহামা দ্বীপে অবস্থানকালে ঘুমের মধ্যেই তিনি চিরঘুমে চলে গেছেন বলে জানিয়েছে তার ছেলে।
বিবিসি জানিয়েছে, স্কটিশ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। জ্যাসন কনেরি ‘কিছু সময় ধরে’ তিনি অসুস্থ ছিলেন বলে তার ছেলে জানিয়েছেন।
সিলেটবিবিসি/রাকিব/ডেস্ক/অক্টোবর ৩১,২০২০